Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চুক্তিসমূহ

এপিএ চুক্তি
১.১    রূপকল্প (Vision) : টেকসই যুগোপযোগি শিক্ষা তথা কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরী।
১.২    অভিলক্ষ্য (Mission) : আধুনিক প্রযুক্তিনির্ভর, সমতাভিত্তিক, নৈতিকতাসমৃদ্ধ ও দেশপ্রেমিক দক্ষ জনশক্তি তৈরী।
১.৩     কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):
১.৩.১    অধিদপ্তরের কৌশলগত উদ্দেশ্যসমূহ:
১.শিক্ষার গুনগত মানোন্নয়ন।
২.মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম জোরদারকরণ।
৩. শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধি।
৪.অনলাইন ভিত্তিক এমপিও কার্যক্রম নিস্পত্তিকরণ
৫. বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।
৬.শিক্ষার্থীদের লাইব্রেরী ব্যবহার নিশ্চিতকরণ।
১.৩.২ আবিশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ:
         ১. দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করা।
২.কার্যপদ্ধতি, কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন
         ৩. দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন।
৪.তথ্য অধিকার বাস্তবায়ন জোরদারকরণ।
৫.আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।
২.৪ কার্যাবলি (Functions):
১. সাতক্ষীরা জেলার সকল জেলা শিক্ষা অফিসের সহকারী জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল অফিসারবৃন্দের পি.আর.এল/পেনশন/সকল প্রকার ছুটি/জিপিএফ অগ্রিম ঋণ এবং অন্যান্য কাগজপত্রাদি মহাপরিচালক, মহোদয়ের দপ্তরে প্রেরণ।
২. জেলার মধ্যে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী বদলী।
৩.অনলাইন এমপিও কার্যক্রম বাস্তবায়ন।
৪. বাংলাদেশ জাতীয় স্কুল ও ক্রীড়া সমিতি ময়মনসিংহ জেলার খেলাধূলা কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন।
৫. উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত সকল কার্যক্রম ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন।
৬. জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন।
৭. সৃজনশীল প্রশ্নপদ্ধতির উপর শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন।
৮. সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বাস্তবায়ন।
৯. স্কুল, কলেজ, মাদ্রাসা নিয়মিত পরিদর্শন ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
১০.IMS, PBM এর প্রোগ্রামের আওতায় সকল স্কুল এন্ড কলেজে তথ্য Validation
১১. তফসিলী বৃত্তি উপবৃত্তি প্রদান।